মেঘভাঙা বৃষ্টিতে জম্মু-কাশ্মীর বিপর্যস্ত, স্কুল বন্ধ

মেঘভাঙা বৃষ্টিতে জম্মু-কাশ্মীর বিপর্যস্ত, স্কুল বন্ধ

18 August, 2025 | সময়: 11:50 am

ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সোমবার (১৮ আগস্ট) জম্মুর সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে, ১৯ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত প্রবল বর্ষণ, বজ্রঝড়, মেঘভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

গত চার দিনে তিনটি ভয়াবহ মেঘভাঙা বিপর্যয় ঘটেছে কিশ্তওয়ার ও কাঠুয়া জেলায়। কিশ্তওয়ারের চিনসোটি গ্রামে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন মাচাইল মাতা মন্দিরগামী তীর্থযাত্রী।

এছাড়া জেলায় আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে আর আহত হয়েছেন অন্তত ১১৬ জন।

প্রশাসন জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে স্কুল বন্ধ রাখার পাশাপাশি উদ্ধারকাজে সেনা, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, জম্মু, রিয়াসি, উদম্পুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা, কাঠুয়া, ডোডা, কিশ্তওয়ার, রামবনসহ একাধিক জেলায় মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি সর্বাধিক। কাশ্মীর উপত্যকার কিছু অংশেও একই সতর্কতা জারি করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।