সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১

18 August, 2025 | সময়: 11:41 am

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে রবিবার একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছে।

এ ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারী তিনি নিহত হলেও অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নগরীর অভ্যন্তরীণ নিরাপত্তা অধিদপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ খবর জানিয়েছে।

ওই নিরাপত্তা সূত্র সানাকে জানিয়েছে, শহরের আল-মায়সার পাড়ার একটি বেকারির কাছে বিস্ফোরণটি ঘটে।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোরো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছে।

এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।সিরিয়ায় এই বছর বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে।

গত ২২ জুন, দামেস্কের একটি গ্রীক অর্থোডক্স গির্জায় এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। এ ঘটনার জন্য কর্তৃপক্ষ ইসলামিক স্টেটকে দায়ী করে।

গত জুলাই মাসেও আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক স্থাপনায় একটি বিস্ফোরণ ঘটে।২৪ বছর ক্ষমতায় থাকার পর, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করা হয়।

এরপর থেকে সিরিয়ার নতুন প্রশাসন দেশজুড়ে নিরাপত্তা পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার করেছে।সূত্র : রয়টার্স।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।