অনলাইন জুয়া নিষিদ্ধে ভারতের সংসদে বিল পেশ
অনলাইন জুয়া নিষিদ্ধে ভারতের সংসদে বিল পেশ
অনলাইন জুয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে বিলটি উপস্থাপন করেছে। আসক্তি, আর্থিক ক্ষতি এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের মতো ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে দেশটির সরকার।
ব্যবহারকারীকে টাকা জমা দিতে বা ফি দিতে হয় এবং বিনিময়ে অর্থ জেতার সম্ভাবনা থাকে, নতুন আইনে ওয়েবসাইট বা অ্যাপসে এমন কোনো খেলা চালানো যাবে না।
আইন ভঙ্গ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জেল বা জরিমানার মুখে পড়তে হবে। সরকার বলছে, তরুণদের ওপর এর সামাজিক ও আর্থিক ক্ষতি মারাত্মক প্রভাব ফেলছে।
বিলে বলা হয়েছে, অনলাইন জুয়ার শিল্পটি ‘অসংযতভাবে বিস্তার’ লাভ করছে। এর সঙ্গে আর্থিক জালিয়াতি, অর্থপাচার এমনকি সন্ত্রাসে অর্থায়ন পর্যন্ত জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের দাবি, এই বিল আইনে পরিণত হলে রীতিমতো ধসে পড়বে ভারতের গেমিং শিল্পের ভবিষ্যৎ। অনলাইন পোকার, ফ্যান্টাসি স্পোর্টস এবং বিশেষ করে ভারতের জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলো (যেগুলো আইপিএল ও জাতীয় দলের স্পনসর) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনলাইন গেমে বাজি ধরার পেছনে প্রতি মাসে ভারতে গড়ে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। তাই গত কয়েক বছরে গেমিং শিল্পে ছাতার মতো গজিয়ে উঠেছে বহু ছোটবড় সংস্থা।
ফলে এমন আইনের কারণে ক্ষতির মুখে পড়বে বহু সংস্থা। এদিকে অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন এবং ফেডারেশন অব ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস এই বিলের কড়া বিরোধিতা করেছে। তারা বলছে, ‘ভারতের দায়িত্বশীল প্ল্যাটফরমগুলো বন্ধ হয়ে গেলে কোটি কোটি খেলোয়াড় অফশোর বা অবৈধ জুয়ার সাইটে ঝুঁকে পড়বে। এতে মানুষ সুরক্ষিত থাকার বদলে প্রতারণা, শোষণ ও অনিরাপদ কার্যক্রমের শিকার হবে।’ বিলটি লোকসভায় পেশ করা হয়েছে।
এখন আলোচনার পর তা সংসদে পাস হলে আইন কার্যকর হবে।
সূত্র : এএফপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।