সান্ত্বনার খোঁজে ১৭৬ রানের লক্ষ্য বাংলাদেশের

সান্ত্বনার খোঁজে ১৭৬ রানের লক্ষ্য বাংলাদেশের

23 August, 2025 | সময়: 4:48 pm

বিদায়টা আগেই নিশ্চিত হয়েছে। আজ টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’। সেই লক্ষ্যে গ্রুপের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছে নুরুল হাসান সোহানের দল।

ডারউইনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায়।

৪৮ রানের জুটি গড়েন দুই ওপেনার জিশান আলম-নাঈম শেখ। ব্যক্তিগত ১৫ রানে নাঈম বিদায় নিলেও টুনামেন্টে দ্বিতীয় ফিফটি করে থেমেছেন জিশান। ৫ চার ও ১ ছক্কায় খেলেছেন কাঁটায় কাঁটায় ৫০ রানের ইনিংস। মাঝে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোরটা এনে দেন আফিফ হোসেন আর ইয়াসির আলি রাব্বি।

পঞ্চম উইকেটে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে। তবে আজও ছোট্ট একটা আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফিফকে। সর্বশেষ ম্যাচে ‘গোল্ডেন ডাকের’ আগে টানা তিন ম্যাচে অপরাজিত চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু কোনোবারও ফিফটির দেখা পাননি বাঁহাতি ব্যাটার।
আজ সুযোগ ছিল ফিফটি করার। কিন্তু আজও ভাগ্যে সুপ্রসন্ন হয়নি। আজ ফিফটি থেকে এক রান দূরে থাকার সময় থেমেছেন আফিফ। ২১৩.০৪ স্ট্রাইকরেটে ৪৯ রানের ইনিংস খেলেছেন। টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৩ ছক্কায়।

অন্যদিকে সমান এক চার ও ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন ইয়াসির। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হান্নো জ্যাকবস।
বাংলাদেশের শেষ চারে যেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে। নেট রানরেট -০.৫১৩। আর চতুর্থ স্থানে থাকা মেলবোর্ন স্টারস একাডেমির পয়েন্ট ৬। নেট রানরেট ০.০১৩। বাংলাদেশ যদি জয় পায় তাহলে ৬ পয়েন্ট হলেই চলবে না, নেট রানরেটেও মেলবোর্নকে পেছনে ফেলতে হবে। যা কঠিন। অন্যদিকে অ্যাডিলেড জিতলেই শেষ চারে সুযোগ পাবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।