রেকর্ডের পর রেকর্ড গড়া ম্যাচে বিশাল জয় অস্ট্রেলিয়ার
রেকর্ডের পর রেকর্ড গড়া ম্যাচে বিশাল জয় অস্ট্রেলিয়ার
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হেরে। ম্যাকেইতে তাই আজকের ম্যাচটি ছিল স্বাগতিকদের জন্য ধবলধোলাই এড়ানোর।
এমন কঠিন সমীকরণের মুখোমুখি হয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রতিপক্ষকে বিব্রতকর এক হার উপহার দিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৭৬ রানে হেরেছে প্রোটিয়ারা। আগের ২৪৩ রানের হারটি ছিল ভারতের বিপক্ষে, ২০২৩ সালে ইডেন গার্ডেনসে।
ঘরের মাঠে সর্বশেষ চার ম্যাচে কখনো দুই শ রান করতে না পারা অস্ট্রেলিয়া আজ করেছে ২ উইকেটে ৪৩১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষে ১৫৫ রানে থেমেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছন দেওয়াল্ড ব্রেভিস। প্রতিপক্ষকে অল্প রানে অলআউট করতে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন কুপার কন্নোলি।
আগের ৪ ম্যাচে ১ উইকেট পাওয়া কুপার আছে নিয়েছেন ৫ উইকেট। তাতে একটা কীর্তিও গড়েছেন বাঁহাতি স্পিনার। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া মাইকেল ক্লার্কের পর প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে এই কীর্তি গড়েছেন। ৫ উইকেট নিতে রান খরচ করেছেন ২২।
এর আগে প্রথমে ব্যাটিং করে তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।
তিন সেঞ্চুরিয়ান হচ্ছেন ট্রাভিস হেড (১৪২), মিচেল মার্শ (১০০) ও ক্যামেরন গ্রিন (১১৮*)। ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি করেছেন গ্রিন। সঙ্গে কাঁটায় কাঁটায় ৫০ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। তাতে প্রথমবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরির দেখা পেয়েছে অস্ট্রেলিয়া।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।