ইহুদি-বিদ্বেষ ইস্যুতে মার্কিনদূতকে তলব করল ফ্রান্স

ইহুদি-বিদ্বেষ ইস্যুতে মার্কিনদূতকে তলব করল ফ্রান্স

25 August, 2025 | সময়: 4:13 pm

সরকারের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ হওয়ার অভিযোগ তোলায় মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেছে ফ্রান্স। সেইসঙ্গে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তার অভিযোগকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে এবং সতর্ক করেছে, তারা কূটনৈতিক সীমা অতিক্রম করেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি খোলা চিঠিতে, কুশনার ফ্রান্সের বিরুদ্ধে ইসরাইলের সমালোচনা করে এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে চরমপন্থীদের উৎসাহিত করার অভিযোগ করেছেন।

তিনি লেখেন, ‘ইহুদি-বিদ্বেষ হল ইহুদি-বিদ্বেষ – সহজ এবং সরল। ফ্রান্সের নীতিগুলো দেশে ইহুদিদের জীবনকে বিপন্ন করে তুলেছে।’

কুশনারের এসব মন্তব্য ফরাসি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তাদের মতে, সরকার ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কুশনারের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘন করেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য এবং ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রান্সআটলান্টিক সম্পর্কের মানদণ্ডের সঙ্গে খাপ খায় না।’

কর্মকর্তারা আরও জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে। আর এটি ইহুদি নাগরিকদের সুরক্ষাকে ক্ষুণ্ন করেনি।

বিতর্ক সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের রাষ্ট্রদূতের পাশে দাঁড়িয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, কুশনার ‘ফ্রান্সে আমাদের জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত কাজ করছেন’।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করে ইহুদি-বিদ্বেষকে উৎসাহিত করার অভিযোগ করার কয়েকদিন পরই এই বির্তক শুরু হলো।

যদিও ফরাসি প্রেসিডেন্ট এসব দাবিগুলোকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখান করেছেন এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান অনুসরণ করার সময় ইহুদি নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।