ভারতে ট্রাক্টর ও কনটেইনার ট্রাকের সংঘর্ষে নিহত ৮, আহত ৪৫
ভারতে ট্রাক্টর ও কনটেইনার ট্রাকের সংঘর্ষে নিহত ৮, আহত ৪৫
ভারতে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। উত্তর প্রদেশের বুলন্দশহরে সোমবার এই ঘটনা ঘটে। বুলন্দশহরের সিনিয়র পুলিশ সুপার দিনেশ কুমার সিং জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন নারী রয়েছেন।
কাসগঞ্জ জেলা থেকে প্রায় ৬০-৬১ জন তীর্থযাত্রী ট্রাক্টর-ট্রলিতে করে রাজস্থানের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে পেছন থেকে দ্রুতগতির একটি কনটেইনার ট্রাক ট্রলিটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ফলে বহু যাত্রী আহত হন এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন ট্রাক্টর চালক ই ইউ বাবু (৪০), রামবেতি (৬৫), চাঁদনি (১২), ঘনিরাম (৪০), মোক্ষি (৪০), শিবাংশ (৬), যোগেশ (৫০) এবং বিনোদ (৪৫)।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
আহতদের মধ্যে ১২ জন শিশু বলে পিটিআই সূত্রে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, বাকিরা স্থিতিশীল অবস্থায় আছেন।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং এসএসপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ট্রাক্টরটি সরিয়ে নেওয়া হয়েছে এবং কনটেইনার ট্রাকটিকে জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।