ইসরায়েলি হামলায় সিরিয়ায় ৬ সেনা নিহত

ইসরায়েলি হামলায় সিরিয়ায় ৬ সেনা নিহত

27 August, 2025 | সময়: 8:27 pm

ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ছয় সেনা নিহত হয়েছে বলে বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে। ইসরায়েল মঙ্গলবার এ হামলা চালিয়েছে। হামলায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে একজন বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন।

ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন জোট দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে।

পাশাপাশি দামেস্কের অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গেও তারা আলোচনায় বসেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আরো জানিয়েছে, ‘এ হামলায় দামেস্কের বাইরে কিসওয়া এলাকায় ইসরায়েলি দখলদার ড্রোনের হামলায় সিরিয়ার আরব সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।’

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছিলেন, ‘ইসরায়েলি ড্রোন ৪৪তম ডিভিশনের একটি সামরিক ভবনকে লক্ষ্যবস্তু করেছিল।’

তবে ইসরায়েলি সেনাবাহিনী এএফপির মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ‘গোলান মালভূমির অস্ত্রবিরতি রেখার পূর্ববর্তী সিরিয়ার নিয়ন্ত্রিত অংশে তারাঞ্জা গ্রামে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একজন যুবক নিহত হন।’

আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে পূর্ববর্তী সিরিয়ার নিয়ন্ত্রিত জাতিসংঘ-নিয়ন্ত্রিত নিরস্ত্রীকৃত অঞ্চলের বড় অংশ দখল করে রেখেছে ইসরায়েল।

সূত্র : এএফপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।