সব অনিষ্টতা থেকে নিরাপদ থাকার দোয়া

সব অনিষ্টতা থেকে নিরাপদ থাকার দোয়া

27 August, 2025 | সময়: 2:09 pm

উসমান ইবনে আফফান (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় যে কোনো বান্দা এ দোয়াটি তিনবার করে পাঠ করবে কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না-

بِسْمِ اللّٰهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِيْ الْأَرْضِ وَلاَ فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

উচ্চারণ” বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াযুররু মা’আসমিহি শাইয়ুন ফিল আরযি, ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামীউল আলীম”।

অর্থ: “আল্লাহ তা’আলার নামে” যার নামের বারাকাতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।”)

আবান (রহ.)-এর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।

(উক্ত হাদিস রিওয়ায়াতকালে) এক লোক (অধঃস্তন বর্ণনাকারী) তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন, তুমি কি প্রত্যক্ষ করছো? শোন! আমি তোমার কাছে যে হাদিস রিওয়ায়াত করেছি তা অবিকল বর্ণনা করেছি। তবে আমি যেদিন পক্ষাঘাতগ্রস্ত হয়েছি সেদিন ঐ দোয়াটি পাঠ করিনি এবং আল্লাহ তাআলা ভাগ্যের লিখন আমার উপর কার্যকর করেছেন।
-(আবু দাউদ, হাদিস : ৫০৮৮; তিরমিজি, হাদিস : ৩৩৮৮; ইবনে মাজাহ, হাদিস : ৩৮৬৯)

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।