মিসরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত ৩
মিসরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত ৩
মিসরের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত ও ৯৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একের পর এক ট্রেন দুর্ঘটনার সর্বশেষ এটি। এক প্রতিবেদনে রবিবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির উত্তর উপকূলের পশ্চিম ভূমধ্যসাগরীয় প্রদেশ মাতরুহ থেকে শনিবার রাজধানী কায়রো যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়।
এতে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে, যার মধ্যে দুটি উল্টে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় ও তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মিসরে ট্রেনের লাইনচ্যুতি ও সংঘর্ষ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দেশের জরাজীর্ণ রেল নেটওয়ার্ক বহু বছর ধরে অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। গত বছরের অক্টোবরে মিসরে দক্ষিণাঞ্চলে কায়রোগামী একটি ট্রেনের পেছনে আরেকটি ট্রেন ধাক্কা দিলে একজন নিহত ও অনেকে আহত হয়। এর আগে ২০২১ সালে দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও শতাধিক আহত হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে রেল ব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি উদ্যোগ ঘোষণা করেছে সরকার।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ২০১৮ সালে বলেছিলেন, দেশটির দুর্বল রেল নেটওয়ার্ক পুনর্গঠনে প্রায় ২৫০ বিলিয়ন মিশরীয় পাউন্ড প্রয়োজন হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।