জাতিসংঘের ২ সংস্থায় হুতির অভিযান, কর্মী আটক

জাতিসংঘের ২ সংস্থায় হুতির অভিযান, কর্মী আটক

1 September, 2025 | সময়: 10:46 am

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রবিবার ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপি ও শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের অফিসে অভিযান চালিয়ে অন্তত একজন জাতিসংঘ কর্মীকে আটক করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইসরায়েলের হামলায় হুতি প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার পর বিদ্রোহীরা সানায় নিরাপত্তা আরো কঠোর করেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র আবির এতেফাকে জানিয়েছেন, হুতি নিয়ন্ত্রিত সানায় সংস্থাটির কার্যালয়ে রবিবার সকালে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়।

ইউনিসেফের অফিসেও অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা ও এক হুতি কর্মকর্তা।

তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করতে চাননি।
ইউনিসেফের মুখপাত্র আম্মার আম্মার জানান, সানার অফিসকে ঘিরে একটি ‘চলমান পরিস্থিতি’ রয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

জাতিসংঘের ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, ডব্লিউএফপি ও ইউনিসেফের আরো কয়েকজন কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে তাদেরও আটক করা হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বিরুদ্ধে হুতি বাহিনীর দীর্ঘদিনের দমন-পীড়নের ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা এ অভিযান। বিদ্রোহীরা ইতিমধ্যে ডজনখানেক জাতিসংঘ কর্মী, সহায়তা সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তি, সুশীল সমাজের কর্মী এবং সানায় বন্ধ হয়ে যাওয়া মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মীকে আটক করেছে।

গত জানুয়ারিতে বিদ্রোহীরা আটজন কর্মীকে আটক করলে ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদায় তাদের কার্যক্রম স্থগিত করে জাতিসংঘ।

সূত্র : এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।