এআই দিয়ে তৈরি ছবি কিভাবে চিনবেন?

এআই দিয়ে তৈরি ছবি কিভাবে চিনবেন?

15 September, 2025 | সময়: 11:41 am

প্রযুক্তির অগ্রগতির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহারও বাড়ছে। সাম্প্রতিক সময়ে এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে তা অনলাইনে ছড়ানোর ঘটনা বেড়েছে, যা প্রতারণা ও ভুয়া তথ্য ছড়াতে ব্যবহৃত হচ্ছে। তাই নিরাপদ থাকতে এসব ছবি চেনার উপায় জানা জরুরি।

যেভাবে চিনবেন—

অস্বাভাবিক হাত ও আঙুল : এআই দিয়ে তৈরি ছবিতে মানুষের হাত ও আঙুলে সাধারণত অসামঞ্জস্য দেখা যায়। আঙুলের সংখ্যা সঠিক না হওয়া, আকারে বিকৃতি বা অস্বাভাবিক বাঁক এ ধরনের ছবিতে প্রায়ই চোখে পড়ে। অনেক সময় ছয় আঙুলও দেখা যায়, যা আসল ছবিতে সম্ভব নয়।

চোখে অদ্ভুততা : মানুষের চোখের প্রতিচ্ছবি স্বাভাবিকভাবে অত্যন্ত সূক্ষ্ম।

কিন্তু এআই-তৈরি ছবিতে অনেক সময় চোখের আকার, রং কিংবা মণির মাপ স্বাভাবিক থাকে না। চোখে প্রতিচ্ছবি না থাকা কিংবা চোখের চারপাশের ভাঁজ ও ত্বকের গঠন অস্বাভাবিক দেখালেও বুঝতে হবে ছবিটি বাস্তব নয়।
অসামঞ্জস্যপূর্ণ পটভূমি : এআই দিয়ে বানানো ছবির পটভূমি প্রায়ই পুনরাবৃত্তিমূলক বা অস্বাভাবিক হয়। রাস্তার দৃশ্যে গাছ, যানবাহন কিংবা আলোর অবস্থা বাস্তবের সঙ্গে মেলে না।

অনেক সময় ছবিকে জোড়া লাগানো মনে হয়।
ঝাপসা ছোটখাটো উপাদান : এআই এখনো ছোটখাটো জিনিস নিখুঁতভাবে তৈরি করতে পারে না। যেমন চশমার ফ্রেম, কানের দুল, কাপড়ের নকশা বা ঘড়ির ডায়াল প্রায়ই ঝাপসা বা বিকৃত হয়। চুল, দাঁত বা মুখের ত্বকও অস্বাভাবিকভাবে মসৃণ দেখাতে পারে।

আলোর উৎস ও ছায়ার অসংগতি : ছবিতে আলোর উৎস ও ছায়ার সমন্বয় বাস্তব জীবনের মতো না হলে সন্দেহ হতে পারে।

অনেক সময় একই ছবিতে একাধিক ছায়া দেখা যায় বা ছায়া অদ্ভুত আকার ধারণ করে।
শনাক্তকরণ টুলের ব্যবহার : শুধু পর্যবেক্ষণ নয়, এআই-তৈরি ছবি শনাক্ত করতে অনলাইন টুলও ব্যবহার করা যায়। এআইঅরনট ডটকম কিংবা টিনআই ডটকমের মতো সাইট ছবি বিশ্লেষণ করে দ্রুত জানিয়ে দেয় এটি বাস্তব নাকি কৃত্রিমভাবে তৈরি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।