নাটোরে ৪ শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

নাটোরে ৪ শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন
নাটোরে চার শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের হাফরাস্তায় এক রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে শহীদ আকিবের বাবা অধ্যক্ষ মো. দোলেয়ার হোসেন খান বলেন, শহীদ হওয়ার প্রেক্ষিতে সরকার আমাদের সুবিধা দেবে- এই যদি ষড়যন্ত্রের কারণ হয়ে থাকে, আপনারা যারা হিংসা ও প্রতিহিংসার করছেন। তাদের কাছে অনুরোধ, আমাদের সন্তানদের ফিরেয়ে দেন।
আমাদের জন্য কোনো কিছু করার দরকার নেই। আপনাদের কোটি টাকা দেবো এবং সারাজীবন আপনাদের গোলামী করবো। আমাদের শহীদ সন্তানদের ফিরিয়ে দেন। আপনারা কোনে আমাদের শহীদ সন্তানদের নিয়ে এত ষড়যন্ত্র করেছেন।
তিনি আরও বলেন, পুরো দেশ জুলাই আন্দোলনে উদ্বুদ্ধ ছিল। আমাদের সন্তানরা এ আন্দোলনে অংশ নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করার জন্য আমাকে কলেজ থেকে আটক করা হয়। আন্দোলন সংগ্রাম থেকে চক্রান্ত করে আমাদের শহীদ সন্তানদের এ তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
এরপর তাদের সন্ত্রাসী বানোনোর চক্রান্ত করা হবে। আগুনে পুড়ে নিহত আমাদের সন্তানরা শহীদ নয় বলে অপচেষ্টা করা হচ্ছে। আমরা এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদের সম্মান অনেক, আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়েছেন, দরকার হলে আমরাও জীবন দেব।
এ সময় সংবাদ সম্মেলনে শহীদ মেহেদী হাসান রবিনের স্ত্রী ওয়াহিদা হাসান, শহীদ আকিবের বাবা মো. দোলেয়ার হোসেন খান, শহীদ শরিফুল ইসলামের ছেলে ফরহান ফুয়াদ এবং শহীদ ইয়াসিন আলীর বাবা ফজের আলীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।