ভিলেন চরিত্রে শুভশ্রী

ভিলেন চরিত্রে শুভশ্রী
বক্স অফিসে একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলী। মাত্র কয়েকদিনের ব্যবধানে মুক্তি পেয়েছিল বড় পর্দায় তার দুটি ছবি ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’। দুটি ছবিই বেশ ভালো সাড়া ফেলেছিল। নতুন চরিত্র নিয়ে ফের ব্যস্ত হয়ে পড়েছেন রাজঘরনী।
অদিতি রায়ের পরিচালনায় হইচই-এর পর্দায় নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ দেখা যাবে শুভশ্রীকে। এরই মধ্যে এলো আরেক খবর, নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুভশ্রী। নাম চূড়ান্ত না হওয়া এই চলচ্চিত্রে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী।
নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভশ্রী, যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে অভিনেতা ও পরিচালক কৌশিক গাঙ্গুলীকে। দুজনেই যেন হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছেন। ছবির ক্যাপশনেও তাই লেখা, ‘হাসতে হাসতে খুন করে দেব।’
কৌশিকও সে ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেন। নতুন সিনেমা নিয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা না দিলেও সূত্রের খবর, নতুন থ্রিলার ছবি শুরু করতে যাচ্ছেন কৌশিক। এখানে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ। পরিচালক নিজেও এই ছবিতে থাকছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়।
জানা গেছে, বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকেও। সবকিছু ঠিক থাকলে পূজার পর কিংবা বছর শেষে টিম নিয়ে ঝাঁপিয়ে পড়বেন শুটিংয়ে। ঝাড়খন্ড বা উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা রয়েছে। যদিও ছবির নাম এখনো ঠিক হয়নি, তবে জানা গেল, এই সিনেমায় দর্শকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।