সাদুল্লাপুরে বজ্রাঘাতে যুবক নিহত

সাদুল্লাপুরে বজ্রাঘাতে যুবক নিহত

19 September, 2025 | সময়: 11:45 pm

গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রাঘাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া একই গ্রামের হামিদুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোহাগ বাড়ির দক্ষিণ পাশে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুরজিৎ চন্দ্র ভুটান বলেন, ‘বজ্রাঘাতে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।