পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবার আত্মহত্যা

পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবার আত্মহত্যা
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে বিধবা শাহিনা বেগম (৪৫) আত্মহত্যা করেছে। এমন নৃশংস মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামে।
স্থানীয়, পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত আজিল হকের স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতো। সম্প্রতি তার মাথায় স্মরণশক্তির সমস্যা দেখা দেয়। এ কারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।
অন্যান্যদিনের ন্যায় ঘটনার রাতে খাবার শেষে শাহিনা বেগম তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। রাত পোহালে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাকে ডাকহাঁক করে। এতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে সকাল সাড়ে ৬টার দিকে শয়ন ঘরের দরজা খুলে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকাল ১১টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
হোসেনপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনোয়ারুল ইসলাম জানান, ওই বিধবা মহিলার মাথায় সমস্যা ছিল। মস্তিষ্ক বিকৃতির কারণে সে সবার অজান্তে ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবার কিংবা কাহারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।