অবশেষে প্রকাশ্যে শ্রদ্ধা কাপুরের প্রেম

অবশেষে প্রকাশ্যে শ্রদ্ধা কাপুরের প্রেম

21 September, 2025 | সময়: 12:38 pm

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জনে ছিলেন। শক্তি কাপুরের এই কন্যা বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও এবার আর লুকোচুরি নয়। ইনস্টাগ্রামে নিজের মনের মানুষের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে শ্রদ্ধা জানিয়ে দিলেন, তিনি প্রেমে পড়েছেন।

সম্প্রতি শ্রদ্ধা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে দেখা যায় ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে। পোস্টের ক্যাপশনে শ্রদ্ধা লেখেন— “কেউ কি এমন একজন মানুষকে খুঁজে দিতে পারো, যে আমার সব বায়না মেনে নেবে?” সঙ্গে তিনি রাহুল মোদীকে ট্যাগও করেন। ভিডিওটি লাইক করেছেন রাহুল নিজেও। এতে জল্পনা আরও বেড়েছে।

২০২৪ সাল থেকেই রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সূত্রপাত হয়েছিল এক ভিডিও থেকে, যেখানে শ্রদ্ধাকে দেখা যায় রাহুলের সঙ্গে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় ডিনার করতে। তারপর থেকেই বলিউড মহলে শুরু হয় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা।

এর আগে শ্রদ্ধার নাম জড়িয়েছিল অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। ‘আশিকী ২’-এর সাফল্যের পর তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনাও হয়েছিল। তবে সে সম্পর্ক টেকেনি। আদিত্যর সঙ্গে বিচ্ছেদের পর শ্রদ্ধা নতুন অধ্যায় শুরু করেছেন রাহুল মোদীর সঙ্গে।

সম্প্রতি কসমোপলিটান-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রদ্ধা ইঙ্গিত দেন যে তিনি এখন সম্পর্কে রয়েছেন। তবে সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তিনি বলেন, “আমার জীবনে এখন বাস্তবতার এক নির্দিষ্ট অংশ রয়েছে, তবে আমি এখনো ভালোবাসার সেই রূপকথার দিকটাকে উপভোগ করি। যতক্ষণ আমি তার সঙ্গে আছি, আর কিছুই প্রয়োজন নেই।”

তিনি আরও জানান, প্রেমিকের সঙ্গে সময় কাটানোই তার সবচেয়ে আনন্দের। একসঙ্গে সিনেমা দেখা, বাইরে খেতে যাওয়া কিংবা একসঙ্গে বসে সময় কাটানো— এসবই তাকে শান্তি দেয়। বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, “এটি আসলে সঠিক মানুষের বিষয়। যদি মনে হয় বিয়ে করতে চাই, তবে তা ভালো; আর যদি না চাই, সেটিও সমানভাবে গ্রহণযোগ্য।”

শ্রদ্ধার এই খোলামেলা স্বীকারোক্তি ও রাহুল মোদীর সঙ্গে তার প্রকাশ্য উপস্থিতি বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, কসমোপলিটান

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।