অর্ধেক বয়সী তরুণদের কাছ থেকেও বিয়ের প্রস্তাব পান আমিশা পাটেল

অর্ধেক বয়সী তরুণদের কাছ থেকেও বিয়ের প্রস্তাব পান আমিশা পাটেল
বলিউডে অভিষেকের পরই দর্শকের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী আমিশা পাটেল পঞ্চাশ পেরোলেও এখনো অবিবাহিত। কেন বিয়ে করেননি—এ প্রশ্ন বহুবার শুনতে হয়েছে তাকে। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
আমিশা জানিয়েছেন, তার ক্যারিয়ারের প্রথমদিকে বিয়ের প্রস্তাব এলেও তাকে অভিনয় ছাড়ার শর্ত দেওয়া হয়েছিল। সে সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ক্যারিয়ারের জন্য তিনি ভালোবাসা বিসর্জন দিতে রাজি, কিন্তু অভিনয় ছাড়বেন না। তার কথায়, “যারা সত্যিই ভালোবাসে, তারা চায় ক্যারিয়ারও এগিয়ে যাক। আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি।”
তিনি জানান, সিনেমায় যোগদানের আগে তার জীবনে ছিল একটি সিরিয়াস সম্পর্ক। দক্ষিণ মুম্বাইয়ের একটি বড় শিল্প পরিবারের সেই তরুণের সঙ্গে সম্পর্ক ভালোভাবে এগোলেও সিনেমায় নামার সিদ্ধান্তে আপত্তি আসায় তিনি সম্পর্ক ভেঙে দেন। আমিশার ভাষায়, “আমি সিনেমার জন্য ভালোবাসা ছেড়েছি।”
বর্তমানে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, তিনি এখনো বিয়ের ব্যাপারে আগ্রহী। উপযুক্ত কাউকে পেলেই বিয়েতে রাজি। তার মতে, “ইচ্ছা থাকলেই উপায় হয়। যেদিন সঠিক মানুষ আসবে, সেদিনই আমার বিয়ে হবে।” তিনি আরও জানান, অনেক ধনী পরিবারের কাছ থেকে এখনো প্রস্তাব আসছে, এমনকি তার বয়সের অর্ধেক বয়সী তরুণরাও তাকে ডেটে নিয়ে যেতে চান। এ নিয়ে হাসতে হাসতে তিনি বলেন, “বয়স নয়, আসল বিষয় হলো মানসিক পরিপক্বতা।”
আমিশা মনে করেন, প্রেমে প্রকৃত যোগ্যতা বয়স দিয়ে নয়, মানসিক পরিপক্বতা দিয়েই বিচার করা উচিত। তিনি খোলাখুলিভাবেই বলেন, তার চেয়ে বয়সে বড় হয়েও অনেক পুরুষের মানসিকতা তাকে নিরাশ করেছে।
অভিনয়ের প্রসঙ্গে আমিশা জানান, পাঁচ বছরের বিরতির পর ২০২৩ সালে সানি দেওলের সঙ্গে গদর ২ ছবিতে বড় পর্দায় ফিরে আসেন তিনি। ছবিটি বক্স অফিসে বিশ্বব্যাপী ৬৮৬ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার হয়। এরপর ২০২৪ সালে তিনি অভিনয় করেন তৌবা তেরা জলওয়া ছবিতে। যদিও ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়াতে পারেনি, তবুও তার অভিনয় আলাদাভাবে প্রশংসিত হয়। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।