জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা করবে না ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা করবে না ইরান
জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ যদি নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করে, তাহলে আইএইএ-র সঙ্গে ইরানের সম্পর্ক ‘কার্যত বন্ধ’ হয়ে যাবে।
এ হুঁশিয়ারি এসেছে এমন সময়, যখন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি—এই তিন ইউরোপীয় দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। গত মাসে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়।
তাদের অভিযোগ, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করছে। চুক্তির মূল উদ্দেশ্য ছিল, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় রাখা।
তবে ইরান বলছে, তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপ মেনে নেবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেন, তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পথ বন্ধ করতে চায়। কিন্তু বুদ্ধিমত্তা ও উদ্ভাবনই আমাদের সামনে নতুন পথ খুলে দেবে।
তিনি আরও বলেন, তারা নাতাঞ্জ ও ফোর্ডোর মতো পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে জুন মাসে করেছিল। কিন্তু তারা বুঝতে পারছে না—এই ঘাঁটিগুলো মানুষ তৈরি করেছে, এবং মানুষই আবার তৈরি করতে পারবে।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমরা কোনো অন্যায্য শর্ত বা চাপে আত্মসমর্পণ করব না। কারণ আমরা জানি, কীভাবে নিজেদের পথ তৈরি করতে হয়।
এর আগে, সেপ্টেম্বরের শুরুতে ইরান ও আইএইএ জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত কিছু স্থাপনায় পরিদর্শনের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। যদিও সমঝোতার বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হলে এর অর্থ হবে, ইরানের ওপর পুনরায় অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণে কড়াকড়ি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বিধিনিষেধ, ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ, এবং বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা। সূত্র: রয়টার্স
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।