রংপুরের পীরগাছায় ধান খেতে মিললো নিখোঁজ যুবকের গলিত মরদেহ

রংপুরের পীরগাছায় ধান খেতে মিললো নিখোঁজ যুবকের গলিত মরদেহ
রংপুরের পীরগাছায় মামলার হাজিরা দিতে এসে নিখোঁজ মাসুদ রানা নামে এক যুবকের লাশ মিলছে বাড়ির পাশে ধান খেতে। রোববার দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার সড়কের গণকের দিঘী নামক স্থানের একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ রানা (১৭) পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা (কানিপাড়া) গ্রামের মৃত রনজু মিয়ার ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত মাসুদ রানা তার মাকে নিয়ে ঢাকায় থাকতো। গত ১৩ সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দিতে পীরগাছায় আসেন। এরপর তিনি গত ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্য তাকে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। রোববার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে মরদেহটি দেখতে পান।
নিহতের চাচাতো বোন রুমা আক্তার বলেন, চার দিন আগে দুপুরে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিল। আজ তার লাশ ধান খেতে পাওয়া গেল। আমরা বিশ্বাস করি এটি স্বাভাবিক মৃত্যু নয়। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
পীরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ঘটনার সব দিক আমরা খতিয়ে দেখছি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।