সিরাজগঞ্জের রায়গঞ্জে ১ কিঃ মিঃ রাস্তার বেহাল দশা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১ কিঃ মিঃ রাস্তার বেহাল দশা

21 September, 2025 | সময়: 9:04 pm

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিলচন্ডী শিতলিতলা হতে নলছিয়া বিলচন্ডী কবরস্থান পর্যন্ত গ্রামের ১ কিলোমিটার কাচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা দেখা দিয়েছে।

দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ থানা সদর, উপজেলার অফিস আদালত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা সদর বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ কবরস্থানের যোগাযোগের একমাত্র রাস্তায় সামন্ন বৃষ্টি হলে রাস্তা পানি জমে কাঁদায় পরিনত হয়।

উপজেলার ধানগড়া ইউনিয়নের বিলচন্ডী গ্রামের মাহমুদুল ইসলাম ধানু ও রেজাউল করিম জানান, গত ৫০ বছরেও এই রাস্তায় কোন পাকাকরণ কাজ হয়নি। এই মৌসুমে সামন্ন বৃষ্টিতে পানি জমে কাঁদায় বড় বড় গর্তের সৃষ্টি হয়।

এতে করে প্রতিনিয়ত আগত জনসাধারনের চলাচলে চরম দূর্ভোগ পৌহাতে হয়। বিশেষ করে উপজেলা অফিস আদালতে যাতায়াত করতে বিড়ম্বনার স্বীকার হতে হয়। একই গ্রামের নলছিয়া গোলজাল হোসেন জানান, অসুস্থ্য হলে নিকটস্থ হাসপাতালে রোগী নিয়ে যেতে অনেক কষ্টে পড়তে হয়।

রায়গঞ্জ পাইলট স্কুলে শিক্ষার্থী সাম্মি আক্তার জানান, এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া পথে যানবাহনের চাকার উঠতি কাঁদা পোশাকে লেগে যায়। যে কারনে অনেক দিনধরে স্কুলে যেতে পারছিনা।

একই গ্রামের শিক্ষক আব্দুল মান্নান জানান, রাস্তার করুন দশা হওয়ায় সময় মত স্কুলে যেতে পারি না। যে কারনে কতৃপক্ষের কথা শুনতে হয়। নলছিয়া গ্রামের বাসিন্দা মনজুরুল আলম জানান, কোন মানুষ মারা গেলে ওই রাস্তা দিয়ে কবরস্থানে মরদেহ নিতে আমাদের অনেক দূভোর্গ পৌহায়তে হয়।

রায়গঞ্জ বাজার এলাকার বাসিন্দা শিক্ষক বাবুর আলী খোকন জানান, রায়গঞ্জ সদর বাজারে প্রাণ হলো ওই গ্রামের জনসাধারন। যেহেতু দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কার করা হয়নি তাই দ্রুতই রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোড় দাবী জানাচ্ছি।

এবিষয়ে ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আমি পরিষদের দায়িত্ব পাওয়ার পর কিছু রাস্তা মেরামত করেছি। তবে ওই রাস্তাটি পাকা করণ করার জন্য উপজেলা এলজিইডি অফিসকে অবগত করেছি। আশা করি দ্রুতই পাকাকরণ কাজ হবে। আর রাস্তাটি পাকা হলো কয়েক গ্রামের হাজারো জনসাধারনের চলাচলে সহায়ক হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।