কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ওয়ে‌ল্ডিং মি‌স্ত্রির

কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ওয়ে‌ল্ডিং মি‌স্ত্রির

22 September, 2025 | সময়: 2:16 pm

কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎ স্পৃষ্ট হ‌য়ে আসাদুল হক (৩৪) না‌মে এক ও‌য়ে‌ল্ডিং মি‌স্ত্রির মৃত‌্যু হ‌য়েছে। গতকাল র‌বিবার (২১ সে‌প্টেম্বর) রাত ১০টার দি‌কে উলিপু‌র উপ‌জেলার ধাম‌শ্রেনী ইউনিয়‌নের চৌমহনী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে। তি‌নি ওই ইউনি‌য়নের খোঁয়াজখামার এলাকার মোতা‌লেব আলীর ছে‌লে।

প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, আসাদুল হক ক‌য়েক বছর ধ‌রে চৌমহনী বাজা‌রে ও‌য়েল্ডিংয়ের ব‌্যবসা ক‌রে আসছেন।

গতকাল র‌বিবার রাতে দোকা‌নে কাজ করার সময় আক‌স্মিক বিদ‌্যুৎস্পৃষ্ট হন তি‌নি। প‌রে আশপা‌শের লোকজন তা‌কে উদ্ধার ক‌রে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত‌ ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘প‌রিবা‌রের অভিযোগ না থাকায় মর‌দেহ দাফ‌নের অনুম‌তি দেওয়া হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে একটি ইউডি মামলা করা হ‌য়ে‌ছে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।