ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুর্গাপূজার মন্ডপ গুলোতে চলছে জমজমাট প্রস্তুতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুর্গাপূজার মন্ডপ গুলোতে চলছে জমজমাট প্রস্তুতি
আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। যা আগামী ২ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মন্ডপ গুলোতে চলছে জমজমাট প্রস্তুতি।
বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজ সজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন মৃৎশিল্পি এবং আয়োজকরা। তারা সকলেই দিন-রাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গার প্রতিমা। একাগ্র চিত্তে মনের মাধুরী মিশিয়ে মঞ্চ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা আয়োজক কমিটির সদস্যরা।
পুরাণ অনুযায়ী দুর্গা শব্দের অর্থ অপ্রতিরোধ্য। হিন্দু শাস্ত্র মতে এই বছর মহামায়া দশভূজা দেবী দুর্গার আগমন ঘটবে গজে (হস্তিতে) করে এবং পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে দোলায় (পালকিতে) চড়ে কৈলাশে ফিরবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক প্রফুল্ল জানান,এবার উপজেলার ১২০ টি পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ৩ টি জায়গায় বিসর্জন প্রতিমা পানিতে ভাসানোর জায়গা তৈরি করা হয়েছে।অনান্য বছরের চেয়ে এইবছর আরো জমজমাট ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।