দিনাজপুরের চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

দিনাজপুরের চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি ॥ ২২ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) এর উদ্যোগে কিশোরীদের নিয়ে স্তন ক্যান্সার ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসি দিনাজপুর জেলা শাখার কোষাধ্যক্ষ জামিরুল ইসলাম জুয়েল।
ক্যান্সার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিসিআরসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ শফিকুর রহমান তরুন, বিসিআরসি দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ হাফিজুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারী বিশেষজ্ঞ ডাঃ শারমীন আক্তার সুমী, ব্রেইন ফাউন্ডেশনের সভাপতি ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সারোয়ার মোর্শেদ আলম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান সমিরন কুন্ডু, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও কমিটির সদস্য ডাঃ রইছ উদ্দীন আহমেদ, বিশিষ্ট গাইনী চিকিৎসক ও কমিটির সদস্য ডাঃ মাস্তুরা বেগম, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজে সাবেক অধ্যক্ষ রিনা ইয়াসমিন, কমিটির সদস্য মনোয়ারুল হক মার্শাল ও বিকন ফার্মাসিটিউক্যালস কোম্পানী পিএনসি এর প্রতিনিধি মোঃ আশিক।
অনুষ্ঠানে কুইচ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন ও ১০ম শ্রেণির ছাত্রী রানু। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কমিটির সদস্য মোঃ আদমান জুলফিকার করিম, হাসানুজ্জামান ও নুর ইসলাম।
বক্তারা বলেন, আমাদের দেশে নারীরা স্তন ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সারের ঝুঁকির মধ্যে রয়েছে। নারীদের জন্য একটি ভয়াবহ ব্যধি এবং বিশ্বব্যাপী নারীর মৃত্যুর অন্যতম কারণ হলো স্তন ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সার। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বছরে ১৭৬৮৬ জন নারী জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে ১০৩৬২ জন মারা যায়।
এছাড়া ৫ কোটিরও বেশী নারী জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সচেতনতার বিকল্প নেই। আমাদের সচেতনতাই পাড়ে সঠিক সময় স্তন ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সার নির্ণয় করে মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে। এর জন্য সরকার কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে টিকা’র কার্যক্রম শুরু করেছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।