দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন
দিনাজপুর সংবাদদাতা : ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার সকালে দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান (ভুট্টো)-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু,
সেফ এন্ড সেভ ইঞ্জিনিয়ারিং ফার্ম এর পরিচালক মোঃ আমিনুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, অত্র মহাবিদ্যালয়ের মসজিদ কমিটির সভাপতি শাহান শাহ্ তালুকদার, সদস্য সচিব সরকারি অধ্যাপক মোঃ মেহরাব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সরদারপাড়া জামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ, ছয় রাস্তা মোড় জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী, অত্র মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপক মোঃ ইয়ার হোসেন সরকার, আশরাফ আলী, আব্দুল্লাহ আল মামুন, আহসান হাবীব,শাহানুর হোসেনসহ অত্র মহাবিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরগণ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।