দিনাজপুরে জাপার জেলা কমিটি পুনর্গঠন, রুবেল আহবায়ক সদস্য সচিব জুলফিকার

দিনাজপুরে জাপার জেলা কমিটি পুনর্গঠন, রুবেল আহবায়ক সদস্য সচিব জুলফিকার

22 September, 2025 | সময়: 4:13 pm

জাতীয় পার্টির দিনাজপুর জেলা শাখার ১০২ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহমেদ শফি রুবেলকে আহবায়ক এবং এ্যাডভোকেট জুলফিার হোসেনকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে। গতকাল ঢাকাস্হ কেন্দ্রীয় কার্যালয়ে ওই কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

জানা গেছে, মাস কয়েক আগে জেলা কমিটি থেকে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে কিছুটা হলেও ঝিমিয়ে পড়েছিল পার্টির সাংগঠনিক কার্যক্রম। পার্টিকে এক প্রকার একাই সামাল দিচ্ছিলেন জেলা কমিটির সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল।

পদের শুন্যতা পুরন এবং পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদারে গতিশীলতা আনতে গতকাল রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান জিএম কাদেরের কাছে প্রস্তাবিত কমিটি সুপারিশসহ উপস্হাপন করেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর। ১০২ বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান জননেতা জি এম কাদের।

নতুন কমিটি পেয়ে খুশী তৃনমূলের নেতাকর্মীরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।