দিনাজপুরে বনতাড়া ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই

দিনাজপুরে বনতাড়া ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর সদর উপজেলার বনতাড়া গঙ্গাপ্রসাদ যুব সমাজের উদ্যোগে স্থানীয় বনতাড়া মাঠে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শুরু হয় ফুটবল টুর্নামেন্টের এক রোমাঞ্চকর খেলা। শক্তিশালী দুই দল মুরাদপুর ও শংকরপুর মুখোমুখি হলে শুরু থেকেই খেলার মাঠে দেখা যায় টানটান উত্তেজনা।
আক্রমণ প্রতিআক্রমণে সমর্থকদের মাতিয়ে তোলে খেলোয়াড়েরা। নির্ধারিত সময় শেষে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে শংকরপুরকে হারিয়ে মুরাদপুর বিজয়ী হয়।
খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখিয়ার আহমেদ কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোকারম হোসেন (গুরু), ৮ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সোহেল, দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনতাড়া গঙ্গাপ্রসাদ যুব সমাজের সভাপতি মোজাহার হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলী।
খেলা দেখতে মাঠে ভিড় করেন কয়েকশ ফুটবলপ্রেমী দর্শক। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের করতালি, শ্লোগান ও উৎসাহে মুখরিত ছিল চারদিক। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলতেই তাদের এ আয়োজন।
স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফেরাতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও আয়োজকরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।