দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী

দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী

22 September, 2025 | সময়: 6:18 pm

দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদ সুদীর্ঘ ৫৫ বছর ধরে নারীর মানবাধিকার রক্ষা ও সমতা প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে সংগঠনটি। ১ সেপ্টেম্বর’২০২৫ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সাংগঠনিক মাস ঘোষণা করেছে। তৃণমূলে সংগঠন সংহত করি। গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা কর্মীসভা, পেশাজীবী নারীদের সাথে মতবিনিময় সভা, তরুণীদের সাথে মতবিনিময় সভা, সৃজনশীল কর্মসূচী বির্তক প্রতিযোগিতা, কমিটি গঠন, সাংগঠনিক প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনসহ অন্যান্য কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা সাংগঠনিক মাসের সমাপণী উপলক্ষ্যে ২২ সেপ্টেম্বর দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বিকাল ৩টায় সাংগঠনিক মাসের সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম।

শুরুতে স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি অর্চনা অধিকারী। তিনি বলেন, সংগঠনের দক্ষ ও সচেতন কর্মী একটা সংগঠনের শক্তি হিসেবে বিবেচিত হয়। নারীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানো খুব সহজ নয়। এক্ষেত্রে সাংগঠনিক পক্ষের কর্মসূচী এবং প্রশিক্ষণ হতে পারে অনেক বেশি সহায়ক।

এ ব্যাপারে সকল পাড়া ও উপজেলা কমিটির সদস্যদের আগ্রহী হয়ে উঠতে হবে। নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংগঠক হয়ে উঠবার আহ্বান জানান তিনি। এছাড়া বক্তারা আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ, চাকুরিজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তা নারী সমাজ। আবার নারী ও শিশুর প্রতি উত্ত্যক্তকরণ, যৌন নিপীড়ন, ধর্ষণ, হত্যাসহ লোমহর্ষক, বর্বর নির্ঘাতন মহামারীর আকার ধারন করেছে। এসব ঘটনা আমাদের বিবেককে স্তম্ভিত করে দিচ্ছে।

সমাজ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণ ও সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের প্রতিনিধি তরুণরা। আর এই তরুণরাই বেছে নিচ্ছে নৈতিক অবক্ষয়ের পথ। তরুণদের নৈতিক চেতনা ও মূল্যবোধ বিকাশের জন্য প্রয়োজন সচেতন পদক্ষেপ, যুগোপযোগী সিদ্ধান্ত, ন্যায় বিচারের নিশ্চয়তা, নারী পুরুষের সমতার সংস্কৃতি এবং যথোপযুক্ত শিক্ষার সুযোগ। নারীদের ইতিবাচক অর্জন থাকা সত্ত্বেও আজকে ঘরে- বাইরে কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তহীনতায় থাকতে হয়।

এ ধরনের সহিংসতা নির্মূলে সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ আন্তরিক উদ্যোগী হবেন। নারী-পুরুষের বৈষম্যমুক্ত, মানবিক, গণতান্ত্রিক সংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক সংগঠককে মানবিক মানুষ হিসেবে সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান সভার বক্তারা।

সভায় উপস্থিত হিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন, সহ-সভাপতি মিনতী ঘোষ, রতœা মিত্র, সুমিত্রা বেসরা, গোলেনুর, সমাজ-কল্যাণ সম্পাদক ডা: খাদিজা নাহিদ ইত্য, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকশানা বিলকিস, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, ভারপ্রাপ্ত অন্দোলন সম্পাদ সাবিহা খাতুন এছাড়াও জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ। সাংগঠনিক পক্ষের বাস্তবায়িত কর্মসূচী, অর্জন ও চ্যালেঞ্জসমূহের রিপেটি পেশ করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ।

সাংগঠনিক মাসের সমাপণী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশন করেন দিনাজপুর জেলা পাখার আদিবাসী সদস্যরা। পরিশেষে সৃজনশীল কর্মসূচী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।