বগুড়ার ধুনটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

22 September, 2025 | সময়: 8:36 pm

বগুড়ার ধুনট উপজেলায় চম্পা খাতুন (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুরা মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত চম্পা খাতুন সিরাজগঞ্জ জেলার একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে এবং রামপুরা মধ্যপাড়ার মৃত আল-আমিনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে আল-আমিনের সঙ্গে চম্পার বিয়ে হয়।

দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। সাত বছর আগে স্বামী আল-আমিন মারা গেলে চম্পা খাতুন দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতে থাকেন। তবে স্বামীর রেখে যাওয়া সম্পদ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ ছিল।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে চম্পা খাতুন প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান।

সোমবার সকালে অনেক সময় পেরিয়ে গেলেও তিনি ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মণ্ডল বলেন, ‘লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মঙ্গলবার সকালে লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।