বিরামপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিরামপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দ, সনাতন ধর্মের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, মধ্যপাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরুল কায়েস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক পবন কুমার শীল ষষ্ঠী, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র দাস, মৌপুকুর সার্বজনীন দূর্গা মন্দিরের সেক্রেটারী সুজিত চন্দ্র মন্ডল, কেটরাহাট সার্বজনীন দূর্গা মন্দিরের সেক্রেটারী কনক চন্দ্র মহন্ত, ভেটাই মন্দিরের সেক্রেটারী সুশান্ত চন্দ্র সরকার, কালীশহর সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি মিলন চন্দ্র সরকার প্রমূখ।
সভায় বক্তারা দূর্গা পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বছর বিরামপুর উপজেলার মোট ৪১টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে উদযাপনের লক্ষ্যে সভায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রত্যেক পূজা মন্ডপে ৫ শত কেজি করে জিআর এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।