অস্ট্রেলিয়া থেকে ফিরেই ব্যস্ত ববি

অস্ট্রেলিয়া থেকে ফিরেই ব্যস্ত ববি
ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। প্রায় তিন মাস অস্ট্রেলিয়ায় অবসর কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন নতুন সিনেমার কাজ নিয়ে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি বর্তমানে ‘তছনছ’ নামে একটি সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। সিনেমায় ববিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।
একটি সহজ-সরল তরুণীর, অন্যটি প্রতিবাদী। ক্যারিয়ারে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করছেন, এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ববি। তাই চিত্রনাট্য পড়ে প্রস্তুতিও নিয়েছেন ভালোভাবে। এদিকে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া অবস্থান করায় একটি প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিচ্ছিল, ববি কি তাহলে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন? এমন প্রশ্নের জবাবে ওই সময় অভিনেত্রী বলেছেন, ‘পরিবার চায় আমি স্থায়ী হই। কিন্তু দেশ আমার সবসময় ভালো লাগে।
আমার কখনো ইচ্ছা হয়নি দেশ ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।’ সে সময় অভিনেত্রী আরও বলেছেন, ‘দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হব। এখান থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজের প্রস্তাবও পেয়েছি।’ কথা অনুযায়ী ফিরেই তিনি নেমেছেন নতুন মিশনে। ববির হাতে বর্তমানে রয়েছে একাধিক সিনেমা।
এগুলো নিয়েও কথা হচ্ছে। ব্যাটে বলে মিলে গেলে সেগুলোতেও দেখা যাবে এ অভিনেত্রীকে। ববি জানান, নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে একটি সিনেমার ব্যাপারে কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এটি চূড়ান্ত করব। এছাড়া আরও দুটি সিনেমার ব্যাপারে কথা চলছে। হাতে রয়েছে ‘দিওয়ানা’ নামে আরও একটি সিনেমা।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে ববি শেষ করেছেন কে এ নিলয় পরিচালিত ‘বউ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ নামে দুটি সিনেমার কাজ। ববি বলেন, ‘সিনেমার কাজ শেষ হওয়ার পর শিল্পীরা মুক্তির জন্যই মূলত অপেক্ষায় থাকেন। একটি কাজ মুক্তি পাবে, এটি শিল্পীর জন্য অবশ্যই আনন্দের। দর্শকদের দেখানোর জন্যই তো সিনেমা করা। আমিও সেই অপেক্ষায় আছি। আমার অভিনীত দুটি সিনেমার গল্পই চমৎকার। চরিত্রেও রয়েছে বৈচিত্র্য। দর্শকরা আসলে যেরকম দেখতে চান, দুটো সিনেমায় আমাকে সেভাবেই দেখতে পাবেন। আমার বিশ্বাস মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।’
সর্বশেষ ববিকে দেখা গেছে ‘ময়ুরাক্ষী’ নামে একটি সিনেমায়। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি গত বছরের ঈদে মুক্তি পায়। তবে সিনেমাটিও সেভাবে আলোচনায় আসেনি। ফ্লপের তালিকায় রয়েছে ‘পাপ’ নামে আরও একটি সিনেমা। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটিও সুবিধা করতে পারেনি। বলা যায়, ববি অভিনীত পরপর একাধিক সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। তবে দমে যাননি তিনি। বরং নতুন উদ্যমে কাজে ফিরেছেন এ অভিনেত্রী। গত বছর থেকেই ফের কাজে ব্যস্ত হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন।
এদিকে সিনেমায় কাজ করলেও আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না ববি। তিনি জানান, একাধিক সিনেমার শিডিউল দিতে হবে, ফলে ওটিটিতে কাজ করার জন্য সময় দিতে পারবেন না।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।