ওপেনএআই-তে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

ওপেনএআই-তে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া (এনভিডিয়া) ঘোষণা করেছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই (ওপেনএআই)-তে প্রায় ১০০ বিলিয়ন ডলার (৭৩ বিলিয়ন পাউন্ড) পর্যন্ত বিনিয়োগ করবে। ওপেনএআই হলো জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি-এর নির্মাতা প্রতিষ্ঠান।
এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এআই-এর বিশাল প্রসেসিং শক্তি জোগাতে যে উচ্চক্ষমতার চিপ প্রয়োজন, তা সরবরাহ করবে তারা। এনভিডিয়া এই বিনিয়োগকে “কৌশলগত অংশীদারিত্ব”বলে বর্ণনা করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈশ্বিক এআই প্রতিযোগিতায় এটি দুই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আরেকটি বড় পদক্ষেপ। এর আগে এনভিডিয়া ইন্টেলে ৫ বিলিয়ন ডলার এবং যুক্তরাজ্যের এআই খাতে ২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়া জানিয়েছে, ওপেনএআই-এর “পরবর্তী প্রজন্মের এআই অবকাঠামো”তৈরির জন্য ডেটা সেন্টার গড়ে তুলতে এই বিনিয়োগ ব্যবহার হবে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, “এই অর্থায়ন আমাদের পরবর্তী ধাপের যাত্রা শুরু করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগকে শক্তি দেবে।” ওপেনএআই ও এনভিডিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা ইতিমধ্যেই মাইক্রোসফট, ওরাকল, সফটব্যাংক এবং স্টারগেটসহ বিভিন্ন সহযোগীর সঙ্গে কাজ করছে বিশ্বের সবচেয়ে আধুনিক এআই অবকাঠামো গড়ে তুলতে। তবে যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ করছে চীন।
বিশেষ করে, ডিপসিক-আর১ এর উত্থান নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। এদিকে এনভিডিয়াকে চীন ও যুক্তরাষ্ট্র-দুই দেশ থেকেই চাপের মুখে পড়তে হয়েছে। গত সপ্তাহে চীন অভিযোগ করেছে, এনভিডিয়া তাদের অ্যান্টি-মোনোপলি আইন ভঙ্গ করেছে। যদিও বিস্তারিত কিছু জানায়নি। একইসঙ্গে, চীন তাদের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে এনভিডিয়ার এআই চিপ কেনা থেকে বিরত থাকতে বলেছে।
এর আগে যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা কাটাতে চীনে এআই চিপ বিক্রির জন্য এনভিডিয়া ও প্রতিদ্বন্দ্বী এএমডি চীনে অর্জিত আয়ের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দেওয়ার শর্তে এক্সপোর্ট লাইসেন্স নিতে সম্মত হয়েছিল। ঘোষণার দিন যুক্তরাষ্ট্রে এনভিডিয়ার শেয়ারের দর ৪ শতাংশ বেড়ে বন্ধ হয়। ওপেনএআই জানিয়েছে, তাদের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ইতিমধ্যেই ৭০০ মিলিয়নের বেশি।
এনভিডিয়ার সঙ্গে নতুন এই অংশীদারিত্ব তাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে-মানবকল্যাণে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (অএও) তৈরি করা। ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, “এনভিডিয়ার সঙ্গে কাজ করে আমরা নতুন এআই সাফল্য অর্জন করব এবং বিশ্বজুড়ে মানুষ ও ব্যবসায়ীদের কাছে এর সুফল পৌঁছে দেব।”
কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান জানান, “ওপেনএআই-এর প্রথম দিকের দিনগুলো থেকেই আমরা এনভিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছি।”
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।