কাহারোলে রোপা-আমন ধান পরিচর্যায় ব্যস্ত কৃষক

কাহারোলে রোপা-আমন ধান পরিচর্যায় ব্যস্ত কৃষক

23 September, 2025 | সময়: 7:18 pm

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে মাঠে মাঠে চলছে আমন চাষিদের ধান পরিচর্যার কাজ। গত কয়েকদিনের বৃষ্টির পানিতে মনে স্বস্তি ফিরছে রোপা আমন চাষিদের । মাঠ জুড়ে আমনের ক্ষেতে রাসায়নিক সার, কীটনাশক ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষক-কৃষানীরা।

কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ ঘুরে দেখা যায় কম-বেশি সব কৃষকের কষ্টের অর্জিত আমন ধানের সবুজ পাতার রঙে ছেয়ে গেছে। গত বোরো মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন ও দাম বেশি পাওয়ায় এবার কৃষকেরা আমন ধান চাষে কোমর বেধে নেমে পড়েছেন আমন ধানের জমিতে। মাঠ জুড়ে দেখা গেছে, কৃষক-কৃষানীরা মাঠে আমন ধানের জমিতে পরিচর্যা করছেন।

কেউ ধানের গাছের আগাছা পরিস্কার করছেন, কেউ সার ও আবার কেউ কীটনাশক প্রয়োগ করছেন পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। সবুজ পাতায় বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। রোপা আমন ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসির ঝিলিক।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কাহারোল উপজেলায় ১৫ হাজার ৩শত ৫০হেক্টর জমিতে রোপন করা হয়েছে আমন ধান। কৃষি বিভাগ বলছেন, বর্তমান মাঠ জুড়ে সবুজ পাতায় ছেয়ে গেছে উপজেলার আমন ধানের মাঠ।

কাহারোল উপজেলার ঈশ্বরগ্রামের কৃষক ফারুক বলেন, আমন রোপনের শুরুতে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় আমাদের সমস্যায় পড়তে হয়। জমিতে পানি না থাকায় শ্যালো দিয়ে সেচ দিয়ে আমন চারা রোপন করতে হয় জমিতে। শ্রাবণের শেষ দিকে কাঙ্খিত বৃষ্টি হওয়ায় সেই দঃচিন্তা কেটে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি এসেছে কৃষকের মনে । বর্তমানে আমন ধানের জমিতে পানি রয়েছে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী শেহানবীশ জানান, চলতি আমন মৌসুমে ১৫হাজার ৩শত ৫০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। বর্তমানে মাঠের অবস্থা ভালোই রয়েছে। বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। কৃষকেরা চাহিদা মতো সার পাচ্ছে ডিলারদের নিকট থেকে। কৃষি বিভাগ কৃষকদের সকল প্রকার সহযোগীতা ও পরামর্শ দিচ্ছে। কৃষি উপ-সহকারী কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।