গাইবান্ধার পলাশবাড়ীতে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ডোবা থেকে আব্দুল গোফফার মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ভেগীর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল গোফফার মিয়া পলাশবাড়ীর পবনাপুর ইউনিয়নের বুজরুত বরকাতপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুল গোফফার মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার হঠাৎ করে তার বিবস্ত্র লাশ ভাসতে দেখা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে। পরে পুলিশ উপস্থিত হয়ে গোফফারের লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।