গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
পরে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আজাদ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন।
এনসিপি যুব শক্তির সিনিয়র যুগ্ম-আহবায়ক হলেন সাভারের শুভ
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী অংশ নেন। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।