ঘোড়াঘাটে ৩৪টি পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান

ঘোড়াঘাটে ৩৪টি পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান
দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভাসহ চারটি ইউনিয়নের ৩৪টি পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলার সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ব্যক্তিগত ভাবে এই অর্থ প্রদান করেন।
এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।