ঠাকুরগাঁওয়ে ‘দুধ ভেবে’ বিষপানে বৃদ্ধার মৃত্যু, নাতনি হাসপাতালে

ঠাকুরগাঁওয়ে ‘দুধ ভেবে’ বিষপানে বৃদ্ধার মৃত্যু, নাতনি হাসপাতালে

23 September, 2025 | সময়: 2:10 pm

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে বিষপানে আকলিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার নাতনি আফসানা (২০ মাস) ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কসিবর আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। মৃতা ওই গ্রামের কসিবরের স্ত্রী।

স্থানীয়রা জানান, নাতনি আফসানার মল প্রায়ই শক্ত হয়ে যেত। এ কারণে তাকে গুড়া দুধজাতীয় খাবার খাওয়ানো হত। কিন্তু অক্ষরজ্ঞান না থাকায় আকলিমা বিষের প্যাকেটকে গুড়া দুধ ভেবে ভুল করে নিজেও খান এবং নাতনি আফসানাকেও খাওয়ান। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আফসানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম সরকার বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।