দুর্গাপূজা নিয়ে গুজব রটালে তাৎক্ষনিক ব্যবস্থা : র‍্যাব ডিজি

দুর্গাপূজা নিয়ে গুজব রটালে তাৎক্ষনিক ব্যবস্থা : র‍্যাব ডিজি

23 September, 2025 | সময়: 2:57 pm

আসন্ন দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেই তা বিশ্বাস না করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, ‘গুজব রোধে স্যোশাল মিডিয়া মনিটরিং করার পাশাপাশি সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।’ কেউ উদ্দেশ্য প্রনোদিতভাবে গুজব রটালে তাদের বিরুদ্ধেও তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রংপুর পায়রাচত্বর কালিবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে, তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সনাতন ধর্মালম্বীদের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

র‌্যাব মহাপচিালক শহিদুর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃংখলা করার পায়তারা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই বিশ্বাস না করে তা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করবেন। তাৎক্ষনিকভাবে ভেরিফাই করে যে পোস্টটি করা হয়েছে সেটি যদি সত্য হয় তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

আর কেউ যদি গুজব ছড়ায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
দেশের সীমান্তে প্রায় সাত হাজারের মতো পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি মোতায়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশে ৩৫ হাজার মণ্ডপের মধ্যে অল্পকিছু সংখ্যক ঝুঁকিপূর্ণ মণ্ডপ রয়েছে যেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সব মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থাকবে।

সেনা, বিজিবি, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করবেন। এ ছাড়াও বিশেষ নজরদারি থাকবে প্রতিটি মণ্ডপে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে সুষ্ঠু পরিবেশে যেন উৎসব পালিত হয় সেজন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।