বীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

বীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

23 September, 2025 | সময়: 7:13 pm

দিনাজপুর সংবাদদাতা : প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মিনা মি্জি, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. তারেক জামাল উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগী, ডা. মো. মেরাজুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ।

এসময় এলাকার প্রায় ৩০০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয় সহ পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে প্রদান করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।