রাজশাহীর পুঠিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা, পানি বাহিত রোগ এবং সাপের আতঙ্ক

রাজশাহীর পুঠিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা, পানি বাহিত রোগ এবং সাপের আতঙ্ক

23 September, 2025 | সময়: 8:14 pm

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে রাজশাহীর পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানি জলাবদ্ধতা চতুর্থ দিনেও পানি নিষ্কাশনের কার্যকারী কোনো পদক্ষেপ গ্রহন করেননি কর্তৃপক্ষ। এতে করে কমপ্লেক্সের বর্হি বিভাগ, আন্ত বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনদের পানি বাহিত রোগ এবং রাতে সাপের আতঙ্কের কামড় খাওয়ার ভেতর দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যাওয়া করার অভিযোগ উঠেছে।

আজ সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, শুক্রবার ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে কমপ্লেক্সে ভেতরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এরপর হতে কমপ্লেক্সের বহির্বিভাগ, অন্ত বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনদের পায়ে হেঁটে পানির ভেতর দিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

কমপ্লেক্সে ভর্তি থাকা একজন রোগীর স্বজন রাতে ওষুধ কিনতে গেলে সে সাপের আক্রমণের শিকার হয়। তারপর, কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীরা জানালা দিয়ে জলাবদ্ধতার পানিতে সাপ ঘুরে বেড়াতে দেখেছেন। এর ভিতরেও রোগীর স্বজনরা বাধ্য হয়ে রাতে ওষুধ কিনতে গেলে লাইট দিয়ে খুব সতর্ক এবং সাপের কামড়ের আতঙ্কের ভিতর দিয়ে ওষুধ কিনতে যেতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার জন্য আমরা খুব সমস্যার মধ্যে আছি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন তৈরি করা হয়েছে। সেগুলো অনেক নিচু হওয়ার কারণে এই জলাবদ্ধতা দ্রুত নিরসন করা যাচ্ছে না। পুঠিয়া পৌরসভাকে লিখিত অভিযোগ দিয়েছি। পৌরসভা কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছে।

এ ব্যাপারে পুঠিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) শিবু দাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতার নিরসনের জন্য আমাদের কাজ এই মুহূর্ত চলমান রয়েছে। আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।