সিরাজগঞ্জে রায়গঞ্জের শ্যামনাই স্কুলের মাঠে জলাবদ্ধতা, পানিতে খেলছে হাঁস

সিরাজগঞ্জে রায়গঞ্জের শ্যামনাই স্কুলের মাঠে জলাবদ্ধতা, পানিতে খেলছে হাঁস
সিরাজগঞ্জে রায়গঞ্জের ৮৫ নং শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে পানিতে খেলছে হাঁস। সরেজমিনে গিয়ে দেখা যায়, দ্বি-তল বিশিষ্ট অত্র বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের খেলাধুলার মাঠে হাঁটু সমান পানিতে তলিয়ে আছে।
জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের নিচ তলায় শিশু ও তৃতীয় শ্রেণির ক্লাস বন্ধ হয়ে গেছে দীর্ঘ ২ মাস। এ দিকে যাতায়াতের পথ পানিতে তলিয়ে পিচ্ছিল হওয়ার কারণে অনেক সময় পানিতে পড়ে পোশাক ভিজে যাচ্ছে। এতে করে ছাত্র ছাত্রীদের ক্লাসের ব্যাঘাত ঘটছে।
যার ফলে ছাত্র -ছাত্রীরা স্কুলে আসতে চায় না এবং অভিভাবকদের স্কুলের প্রতি অনীহা দিন দিন বাড়ছে। এই জলাবদ্ধতা দীর্ঘ হওয়ায় অত্র স্কুলের ফলাফল বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা।
দীর্ঘদিন খেলার মাঠে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হচ্ছে মশার উপদ্রব তাতে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার আশংকা করছে শিক্ষকবৃন্দ। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম হোসেন, ওমর ফারুক, সুমাইয়া খাতুন জানায়,স্কুল মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় আমরা খেলাধুলা করতে পারছিনা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন বলেন, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষা মৌসুমের অধিকাংশ সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেল্লাল হোসেন বলেন, শ্যামনাই স্কুলের জলাবদ্ধতার বিষয়ে অবগত আছি, মাঠে মাটি ভরাটের বরাদ্দের জন্য অধিদপ্তরের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।