চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ জনকে ঠেলে দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ জনকে ঠেলে দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ৩ শিশু, ৬ নারী ও ১০ পুরুষসহ ১৯ বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তাদের ঠেলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্র জানায়, আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা এবং চাঁনশিকারী বিওপির মধ্যবর্তী এলাকা দিয়ে ওই ১৯ বাংলাদেশিকে পুশইন করা হয়। পরে ওই দুই বিওপির টহলদল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘এ বিষয়ে বিএসএফ আগে অবহিত করেনি। অমানবিকভাবে ১৯ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ বেলা সাড়ে ১১টায় সীমান্তে কম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে লিখিতভাবে প্রতিবাদ জানানো হবে। ওই ১৯ জনকে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।’
বিজিবি জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০১৫ সাল হতে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর তারা ভারতীয় পুলিশের নিকট গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। কারাভোগ শেষে তাদের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নে হস্তান্তর করা হয়।
পরে আজ বুধবার ভোরে ওই ব্যাটালিয়নের কাঞ্চাণ্টার ক্যাম্প তাদের ভোলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘সীমান্ত পিলার ১১৯/৪ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে আটক ১৯ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তারা ভারতের মুর্শিদাবাদ, বহরমপুর ও জলপাইগুড়ি কারাগারে ছিলেন। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।’
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরহরিষপুর নরেন্দ্রপুর গ্রামের আমজাদ আলীর ছেলে লূৎফর রহমান (৩৮), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের সালাম শেখের ছেলে আসাদুল ইসলাম (৩৩), একই উপজেলার গোগ্রাম শ্রীরামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), মালকামলা গ্রামের বদরুদ্দোজার ছেলে হযরত আলী (২৮), যশোরের চৌগাছা উপজেলার সুখ পুকুরিয়া আংসিংড়ি পুকুরিয়া গ্রামের রওশেদ আলী মন্ডলের ছেলে আরিফ হোসেন (৩৮), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দর রহমান (৩৭), মাগুরার গাংনী নতুন গ্রামের মৃত শিবু দাস শিকদারের ছেলে সয়ন শিকদার (২২), খুলনার পুকুরজানা ঘোপখালী গ্রামের গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকার নবীনগর এলাকার সুজনের স্ত্রী সুমি (২৫) ও তার ২ মাস বয়সী ছেলে আবদুল্লাহ, কুড়িগ্রামের ফুলবাড়ি থানার দাসিয়াছড়া কালিরহাট হাজিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল মোতালেব (৪৭) ও তার ছেলে মেহেদুল ইসলাম (২৩), একই গ্রামের শামসুদ্দিন হকের ছেলে মোকছেদুল হক (৩০), তার স্ত্রী শরিফা বেগম (২৫) ও তাদের ছেলে রমজান হক (৩), মন্নাফ খন্দকারের মেয়ে মুর্শিদা বিবি (৩৭), নড়াইলের কালিয়া থানার কতুয়ালি গ্রামের দোলা মিয়া শেখের মেয়ে রেহেনা বেগম (৫৫) এবং ময়মনসিংহের ফুলপুর থানার গড়পয়াড়ি গ্রামের মারুফ হোসেনের স্ত্রী শাপলা আক্তার (২১) ও তার মেয়ে রুহি আক্তার (২)।
এর আগেও ভোলাহাট সীমান্তে দুই দফাসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে চার দফায় ৫৮ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। এরমধ্যে গত ২৭মে জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জন, ৩ জুন ভোলাহাটের চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন,১৮ জুন জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০জন ও ১৪ আগস্ট ভোলাহাটের চামুচা সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দেয় বিএসএফ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।