চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

24 September, 2025 | সময়: 4:38 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আজমতপুর বিওপির আওতাধীন শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র‌্যাব যৌথ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার হয়।

অভিযানে র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট (বিএন) সাঈদ মাহমুদ সাদান।

বিজিবির পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহীনুর রহমান।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন আইনি প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্তে অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবি সতর্ক নজর রাখছে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।