দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম গজনবীর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে দাফন কার্য সম্পন্ন

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম গজনবীর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে দাফন কার্য সম্পন্ন

24 September, 2025 | সময়: 5:56 pm

দিনাজপুর প্রতিনিধি ॥ ফটো সাংবাদিক মোঃ ইউসুফ আলীর মামা, দিনাজপুর শহরের পাক পাহাড়পুর নিবাসী দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিক গজনবী ও দিগন্ত শিল্পী গোষ্ঠীর সভাপতি ফারুক গজনবীর বড় ভাই (এ এইচ গজনবী এন্ড কোম্পানি লিমিটেড) এর ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম গজনবীর ২৪ সেপ্টেম্বর-২০২৫ বুধবার বিকেল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এর পরে তৃতীয় জানাজা নামাজ শেষে বালুবাড়ি শেখ জাহাঙ্গীর কবর স্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী, দিনাজপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গোলিয়া, সদর উপজেলার সাবেক কমান্ডার লোকমান হাকিম, জেলা পুলিশের একটি চৌকস দল, দিনাজপুর ইনস্টিটিউট এর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী ও ঠিকাদারবৃন্দ, সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় মুসল্লীবৃন্দ, মরহুমের পরিবার বর্গ, মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এক কন্যা, নাতি নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুনোগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটায় অসুস্থ্য জনিত কারণে ঢাকার বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর বাদ আছর মরহুমের পাক পাহাড়পুর নিজ বাসভবনে তার রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।