নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তির পরিবারকে অনুদান প্রদান

নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তির পরিবারকে অনুদান প্রদান
নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত খাইরুল ইসলামের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে প্রাপ্ত চেকটি বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম তার কার্যালয়ে মৃত খাইরুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুনের হাতে তুলে দেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন।
ইউএনও রাকিবুল ইসলাম জানান, নিতপুর শোভাপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে খাইরুল ইসলাম ২৮ আগস্ট ধামইরহাট উপজেলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
এর ফলে তার পরিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুদানের জন্য আবেদন করলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করার কারনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে ২০হাজার টাকার চেকটি পাওয়া যায়।
প্রাপ্ত চেকটি মৃত ব্যক্তির স্ত্রীরর কাছে হস্তান্তর করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।