বিতর্কের মুখে বাদ পড়লেন পুনম পাণ্ডে

বিতর্কের মুখে বাদ পড়লেন পুনম পাণ্ডে
দিল্লির রামলীলায় ‘মন্দোদরী’র চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হয়েছিল বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডেকে। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ঘোর আপত্তি তুলে প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদ। বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোড়ন। যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত পুনমকে বাদ দিতে বাধ্য হলেন কর্তৃপক্ষ।
মন্দোদরীর চরিত্রে দেখা যাবে না অভিনেত্রীকে।
সাংবাদিক বৈঠকে কমিটির সভাপতি অরুণ কুমার জানিয়েছেন, শিল্পীকে তাঁর কাজ দিয়ে বিচার করা উচিত, অতীত দিয়ে নয়। তাঁরা প্রথমে ভেবেছিলেন পুনম মন্দোদরীর চরিত্রে ইতিবাচক ছাপ ফেলতে পারবেন। কিন্তু সমাজের কিছু অংশের প্রবল আপত্তি থাকায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিটি মহিলার সমাজে সম্মানজনক ভূমিকা রয়েছে। তাঁকে অপমানিত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা পুনমকে শিল্পী হিসেবে শ্রদ্ধা করি। তবে এ বার মন্দোদরীর চরিত্রে অন্য অভিনেত্রীকে দেখা যাবে।’
কমিটি জানিয়েছে, তাদের মূল উদ্দেশ্য হলো ভগবান রামের বার্তা ও সমাজে সৌহার্দ্য ছড়িয়ে দেওয়া। সেই মহৎ উদ্দেশ্যের পথে কোনো বিতর্ক যেন ছায়া ফেলতে না পারে, তাই এই পদক্ষেপ। পুনম পাণ্ডেকে পাঠানো চিঠিতে কমিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, সিদ্ধান্তটিকে যেন তাঁর প্রতি অসম্মান হিসেবে না দেখা হয়, বরং ভগবান রামের আদর্শ বজায় রাখার প্রয়াস হিসেবে গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
রাজধানীর অন্যতম জনপ্রিয় এই রামলীলায় প্রতি বছর হাজির থাকেন হাজার হাজার দর্শক। বহুবার বলিউড ও টেলিভিশনের তারকারাও এতে অভিনয় করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।