রাজশাহীর পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রাজশাহীর পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

24 September, 2025 | সময়: 12:24 pm

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষক রাকিবুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সোমবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর শিক্ষক রাকিবুল ইসলাম রুমে থাকা ওই শিশুকে মুখে বালিশ চেপে ধরে বলাৎকার করেন। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী বিষয়টি তার বাবাকে জানালে পরিবার ঘটনাটি থানায় জানান।

তবে পুলিশ আসার আগেই এলাকাবাসীর মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে চড়-থাপ্পড় দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুঠিয়া থানার ওসি কবীর হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় আনে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।