খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিত সেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত অনিত সেন ওই এলাকার সত্যেন সেনের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজ থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে পাশের কাকুর বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন অনিত। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুব্রত হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মন্তব্যের জন্য খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।