জয়পুরহাট ক্ষেতলালে ডায়াবেটিক সমিতির ভিত্তি প্রস্থর স্থাপন

জয়পুরহাট ক্ষেতলালে ডায়াবেটিক সমিতির ভিত্তি প্রস্থর স্থাপন
জয়পুরহাটের ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর সদরে পশ্চিম বাজার থানার পূর্বপার্শ্বে ডায়াবেটিক সমিতির ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। সার্বিক সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ তরুণ মানবকল্যাণ যুব সংস্থা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।