জীবনের অর্ধেক কেটে যায় ঢাকার ট্রাফিক জ্যামে

জীবনের অর্ধেক কেটে যায় ঢাকার ট্রাফিক জ্যামে

25 September, 2025 | সময়: 2:49 pm

ঢাকার ভয়াবহ যানজট শুধু সাধারণ মানুষকেই নয়, অভিনয়শিল্পীদেরও নানাভাবে বিপাকে ফেলে। শুটিং সেটে সময়মতো পৌঁছানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক তারকা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ক্লান্ত হয়ে পড়তে হয়; কখনো দর্শকের সামনে হাসিমুখে দাঁড়ানোর আগে জ্যামের কারণে নার্ভাসনেস তৈরি হয়। কেউ কেউ জ্যামে আটকে থেকেই স্ক্রিপ্ট রিহার্সাল করেন।

ঢাকার রাস্তায়ই যে জীবনের অর্ধেক সময় কেটে যায় এ কথা কে না উপলব্ধি করতে পারেন? এবার এ বিষয়ে খুবই সামান্য কথায় বিশাল উপলব্ধি প্রকাশ করলেন অভিনেত্রী সামিরা খান মাহি।

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। বহুদিন ধরেই প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই।

সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না। মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

এবার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন দুইটি ছবি যেখানে সাদাত শাফি নাবিলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। রাজধানীতে জ্যামের মাঝে বসে থেকেই এ ছবিগুলো তুলেছেন তারা।

ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।’ এ ক্যাপশন থেকেই বুঝা যাচ্ছে জ্যামের মাঝে রয়েছেন এ জুটি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।